লারাভেল বইয়ের প্রিন্টিং মিসটেক প্রসঙ্গে

29 May, 2015

আমার প্রকাশিত প্রথম বই লারাভেল পিএইচপি ওয়েব ফ্রেমওয়ার্ক-এ অনিচ্ছাসত্ত্বেও একটা প্রিন্টিং মিসটেক হয়ে গেছে। বইয়ের প্রথম অধ্যায়ের "কনস্ট্রাক্টর ইনজেকশন" অংশের(পৃষ্ঠা নাম্বার ১৭) কোডে কয়েকটি লাইন বাদ পড়ে গেছে। পাঠকের যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য সেই অংশটি আমি এখানে দিয়ে দিচ্ছি।

use Book;
use BookShelf;

class Library{

    $protected $book;
    $protected $bookShelf;

    public function __construct(Book $book, BookShelf $bookShelf){
        $this->book = $book;
        $this->bookShelf = $bookShelf;
    }
}

এ অনাকাঙ্খিত ভুলের জন্য আমি পাঠকের নিকট ক্ষমাপ্রার্থী। পরবর্তী সংস্করণে এ ভুল শুধরে দেয়া হবে।