16 December, 2011
আজ আমাদের দেশের স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি হয়েছে।
বিজয়ের এ দিনে আমরা দেশের জন্য কি করছি?
আমরা কি পারি না এ দেশটাকে ভালবেসে আমাদের কাজগুলোকে ঠিকঠাকমত করতে। দেশের প্রতি ভালবাসা দেখানোর এখনই তো সময়। শুধু মুখে বড় বড় বুলি না আওড়ে আমরা দেশের জন্য প্রতিদিন অন্তত একটা করে কাজ করি। আজ থেকে কি আমরা পারি না আমাদের দেশের শিল্প-সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করতে, পারি নি হিন্দি চ্যানেলগুলোকে বাদ দিয়ে আমাদের দেশীয় চ্যানেলগুলোকে দেখতে, পারি না বিদেশি পোষাক না কিনে আমাদের দেশীয় পোষাক পড়তে?
আজ থেকে আমরা কেন প্রতিজ্ঞা করছি না যে আমরা এখন থেকে শুদ্ধ বাংলায় কথা বলব, বাংলা বানানগুলোর দিকে একটু নজর রাখব? মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন, আমরা আমাদের ছোট ছোট কাজগুলো দিয়ে দেশের জন্য কিছু একটা অন্ততঃ করি।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা...